চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শনাক্তের একদিন পরেই করোনা আক্রান্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  জহিরা বেগম (৬০) নামের আরও একজন  মারা গেছেন । আজ  মঙ্গলবার বিকেলে নগরীর জেনারেল হাসপাতালে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। তিনি নগরীর ইপিজেড এলাকার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে দুই ঘন্টার ব্যবধানে করোনায় দুইজন মারা গেলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, গত ৮ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাসিন্দা ৩২ বছর বয়সী করোনা আক্রান্ত এক নারীকে হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

সোমবার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে আইসোলেশনে নেওয়া হয়। কিন্তু আজ মঙ্গলবার সকালে ফের অবস্থার অবনতি হলে তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। সেখানেই বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান। তার দু ঘন্টা পর নগরীর ইপিজেড এলাকার জহিরা বেগম মারা যান।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৩ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট