চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন বিতরণ করল আবুল খায়ের গ্রুপ

বিজ্ঞপ্তি

১২ মে, ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

দেশে করোনা চিকিৎসায় অক্সিজেনের সংকট নিরসনে নিজস্ব উৎপাদন ব্যবস্থা উন্মুক্ত করে দেয়ার প্রতিশ্রুতি অনুযায়ী দিয়েছিল আবুল খায়ের গ্রুপ। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিজেস হসপিটালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়।

যতদিন প্রয়োজন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রুততম সময়ে কার্যক্রম শুরু করার জন্য আবুল খায়ের আমদানিকৃত ৩০০টি নতুন সিলিন্ডার সংগ্রহ করে ইতোমধ্যে ফিলিং সম্পন্ন করেছে। প্রতিটি সিলিন্ডারের ধারণ ক্ষমতা ১.৪ কিউবিক মিটার।

করোনা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো যদি প্রয়োজনে আবুল খায়ের গ্রুপ প্রদত্ত সিলিন্ডারের বাইরে অতিরিক্ত সিলিন্ডার অক্সিজেন ফিলিং এর জন্য প্রেরণ করে তবে সেগুলোও ফিলিং করে দেয়া হবে। প্রয়োজনীয় অক্সিজেনের জন্য হাসপাতালকে হেল্পলাইন ০১৯৮৮৮০২১৬৬ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল ও আবুল খায়ের গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট