চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঈদের আগে নগরীর ১০ মার্কেট খুলবে না

নিজস্ব প্রতিবেদক

৯ মে, ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

নগরীর ১০টি মার্কেট আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকছে। মার্কেট সমূহ হচ্ছে, মিমি সুপার মার্কেট, স্যানমার ওশান সিটি, ফিনলে স্কয়ার, চিটাগং শপিং কমপ্লেক্স, সেন্ট্রাল প্লাজা, আমিন সেন্টার, আফমি প্লাজা, আক্তারুজ্জামান সেন্টার, লাকি প্লাজা ও কল্লোল সুপার মার্কেট। গতকাল (শুক্রবার) এসব মার্কেটের ব্যবসায়ী নেতারা সম্মিলিতভাবে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া রিয়াজুদ্দিন বাজার, তামাকুম-ি লেন, গোলাম রসুল মার্কেট, টেরিবাজার এবং নিউ মার্কেটের বিষয়ে আজ (শনিবার) বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ দোকান মালিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি ছালেহ আহমদ সোলেমান পূর্বকোণকে বলেন, সরকার দোকান খোলার অনুমোদন দিলেও আমরা কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। ব্যবসায়ী নেতারা সর্বসম্মতিক্রমে এসব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি জানান, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্যানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও ফিনলে স্কয়ার শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, চিটাগং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফিনলে স্কয়ার শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুয়েল, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আকতার খান, আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাহেদুল আনোয়ার, আফমি প্লাজার পরিচালক স্বপন মুহুরী ও কায়সার মো. ইব্রাহিম, আক্তারুজ্জামান সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে নুরুল আলম ও নাজিম উদ্দিন, কল্লোল সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির, কর্মকর্তা মো. সেলিম ও খোকন মজুমদার, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর ও সহ-সভাপতি দিলীপ কুমার ধর প্রমুখ। তারা সর্বসম্মতিক্রমে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ঈদ উপলক্ষে কাল (রবিবার) থেকে দোকান বা মার্কেট খোলার অনুমতি থাকলেও জনস্বার্থে ব্যবসায়ীরা মার্কেট বা শপিং মল খুলবেন না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট