চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সন্দ্বীপে মালবাহী বোটে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা  

৯ মে, ২০২০ | ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে অবৈধভাবে যাত্রী পারাপার করায় গুপ্তছড়া ঘাটের মালবাহী বোটে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মে) দুপুর দেড়টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন এর নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাল ঘাটের করণিক মোহাম্মদ শাহাবুদ্দিন ও মালবাহী বোটের চালক মো. হাকিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, মালের বোট দিয়ে সন্দ্বীপ থেকে প্রায় ৬০ জন যাত্রী পারাপার করে। অবৈধভাবে যাত্রী পারাপারের অপরাধে ঘাটের একজন করণিক ও একজন বোট চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট