চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাজারী লেনের ফার্মেসিতে অভিযান, সোয়া দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ

নগরীর হাজারী লেইনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ দোকানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (৭ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এছাড়াও অভিযানে হাজারী লেইন ও কেসিদে রোডের বিভিন্ন ফার্মেসিতে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার, নকল পিপিই ও হেক্সিসল জব্দ করা হয়। ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, অননুমোদিত ওষুধ, লাইসেন্স না থাকা বা লাইসেন্সের মেয়াদ না থাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ওষুধ সংরক্ষণের জন্য নির্দেশনা থাকলেও তা না করা, অননুমোদিত যৌন উত্তেজক ওষুধ রাখা ও মেয়াদহীন ওষুধ বিক্রি করার দায়ে ৯ ফার্মেসিকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাতুনগঞ্জে মূল্য তালিকা না থাকার অপরাধে আল্লাহর দান মশলা স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এইকসাথে সরকারি আদেশ না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে আরও পাঁচ প্রতিষ্ঠানকেও চার হাজার ২০০ টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট