চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ দোকানিকে জরিমানা

চন্দনাইশ সংবাদদাতা

৭ মে, ২০২০ | ৯:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরকল, বরমা, চন্দনাইশ সদর এলাকায় অভিযান চালিয়ে মুদির দোকান শাহ আমানত স্টোরের সামশুল ইসলামকে এক হাজার, শ্রীপুরা স্টোরের নজরুল ইসলামকে এক হাজার, আরকান স্টোরের ইকবাল হোসেনকে আট হাজার, মামুন খলিপা ডিপার্টমেন্ট স্টোরের মালিককে পাঁচ হাজার, আবু তাহের স্টোরের মো. আরিফকে দুই হাজার, স্বর্ণকার শাহ আমিনুল্লাহ স্বর্ণের দোকানের রতন ধরকে ৫ হাজার, খালতান এন্টার প্রাইজের নিজাম উদ্দীনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, সরকারি আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

পূর্বকোণ/আরপি-দেলোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট