চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শ্রীলঙ্কান নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশী এলাকায় বসবাসরত শ্রীলঙ্কার একজন নাগরিক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

নগর পুলিশের একজন কর্মকর্তা জানান, ৪৬ বছর বয়সী এই শ্রীলঙ্কান চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি খুলশীতে বাসায় আছেন।

বুধবার সিভাসুর ল্যাবে করা ১২২টি নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কান এই নাগরিকসহ ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এদের মধ্যে দুই পুলিশ ও তিন কোস্টগার্ড সদস্যসহ চট্টগ্রাম জেলার ১৪ জন। বাকিদের মধ্যে চারজন রাঙামাটির, নোয়াখালীর দুই জন এবং লক্ষ্মীপুর ও ফেনীর একজন করে রয়েছে বলে সিভিল সার্জন জানান।

তিনি বলেন, চট্টগ্রাম জেলার ১৪ জনের মধ্যে একজন পুরাতন রোগী। বাকিদের মধ্যে বাশঁখালী উপজেলার দুইজন, সাতকানিয়া, হাটহাজারি, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের একজন করে রয়েছে।

 

 

পূর্বকোণ/- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট