চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেওয়ায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ মে, ২০২০ | ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিজিটাল নিরাপত্তা আইনে নুরুল কবির নামক এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) রাত আড়াইটার দিকে পৌরসদরের সোবাহানবাগ এলাকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের যোবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির গত শুক্রবার যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করে ফেসবুকে পোষ্ট দেন। এ ঘটনায় সোমবার রাতে বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে রাত আড়াইটায় পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে পোষ্ট দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন এক ছাত্রলীগ নেতা। ঐ মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন।

ওসি আরো জানান, ঐ শিক্ষক জামায়াত রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে আগেও নাশকতার অভিযোগে চারটি মামলা দায়ের হয়েছিলো। তিনি আগেও ঐসব মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। আজ তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট