চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আইন অমান্য করায় জরিমানা

চন্দনাইশ সংবাদদাতা

৪ মে, ২০২০ | ১১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ‍উপজেলা প্রশাসন। আজ সোমবার (৪ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার মুদি দোকানি যথাক্রমে তাহের স্টোরের আবু তাহেরকে ২ হাজার, আলী স্টোরের আলী আহমদকে ৩ হাজার, ফয়েজ স্টোরের জসিম উদ্দীনকে ৩ হাজার, ভাই ভাই ট্রের্ডাসের সরোয়ার আলমকে ৩ হাজার, আবুল কাশেমকে ১০ হাজার, কায়সার ফ্যাশনের মো. কায়সারকে ৫শ’, আবদুল্লাহ ক্লথ স্টোরের মো. আবদুল্লাহকে ১০ হাজার, সেলুন দোকানদার আপন সুশীলকে ২ হাজার, পিন্টু দাশকে ৫শ’, দিলীপ নাথকে ৫শ’, আক্তার কামালকে ৬শ’, আলি আহমদকে ৫শ’, মো. আদনানকে ১শ’ টাকাসহ ৩৫ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান, সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখায় এসব দোকানকে জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/আরপি-দেলোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট