চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানের থানচিতে পাথরভর্তি ট্রাক উল্টে আহত ৪

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২০ | ১১:০৫ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে পাথরবোঝাই ট্রাক উল্টে চারজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ মে) বিকাল ৫টায় বান্দরবান-থানচি সড়কের দিন্তেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গুরু পুরোহিতও রয়েছেন। আহতরা হলেন ভোলানাথ চক্রবর্ত্তী (৬০), ট্রাকচালক মোহাম্মদ হাবিব (৪৫), হেলপার মুন (২৫) ও মংসিংগ্যা মারমা (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানচি উদ্দেশ্যে যাত্রা করা একটি পাথরবাহী ট্রাক আজ সোমবার বিকাল ৫টার দিকে দিন্তেপাড়া এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ওই ট্রাকে থাকা দুই যাত্রীসহ চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক উল্টে আহতদের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হচ্ছে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট