চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টেকনাফে সোয়া ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন নাফনদীর তীরবর্তী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি ওয়াব্রাং বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায়  অভিযানে যায়। কিছুক্ষণ পরে ১ নম্বর স্লুইচ গেইট হতে ১শ’ গজ উত্তর দিক দিয়ে দুই ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে তাদের চ্যালেঞ্জ করে ওই টহলদলটি। এ সময় চোরাকারবারিরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে অন্ধকারের সুযোগে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করা হয়। এ সময় ইয়াবা পাচারকারীরের ফেলে যাওয়া একটি ব্যবহৃত মোবাইল, নগদ ৩৫০ টাকা ও একটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট