চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পণ্য সংকটে তিনদিনেই বন্ধ হয়ে গেল ঢাকা- চট্টগ্রাম রুটের পার্সেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২০ | ২:৫৯ অপরাহ্ণ

পর্যাপ্ত পণ্য পরিবহন করতে না পারায় চট্টগ্রাম রুটের স্পেশাল পার্সেল ট্রেন বন্ধ করে দিয়েছে রেলওয়ে। আজ সোমবার (৪ মে) সকাল ১০টার ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১-৩ মে পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল ট্রেন চলাচল করে। ওই তিনদিন ৬টি বগির মধ্যে ৫টি বগি খালি ছিলো। অর্থাৎ ৫টিতে কোনো মালামাল ছিলো না। তাই ক্ষতির মুখে পড়ায় চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেনটি বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী জানান, সকাল ১০টার পার্সেল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এদিকে, পর্যাপ্ত মালামাল পরিবহন করতে না পারায় ট্রেনটি বন্ধ রাখতে হয়েছে জানিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন ৬ হাজার টাকা করে তিনদিনে মাত্র ১৮ হাজার টাকা আয় হয়েছে। তাই ক্ষতির মুখে পড়ায় ট্রেনটি বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট