চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা, তবু সতর্কতা নেই!
সীতাকুণ্ড উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা, তবু সতর্কতা নেই!

চট্টগ্রামে দুই পুলিশসহ আরও ৫ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০২০ | ১১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলায় আজ আরো পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৮১ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আজ রবিবার (৩ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার পাঁচজন। চট্টগ্রামের আক্রান্তদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ সাতকানিয়া উপজেলার একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন, বিআইটিআইডি হাসপাতালের একজন রয়েছেন। এছাড়া অপর দুইজন বৃহত্তর নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল চট্টগ্রামে সর্বপ্রথম দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল ওই রোগীর ছেলে শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন, ১৯ এপ্রিল চারজন, ২১ এপ্রিল এক শিশু, ২৩ এপ্রিল তিনজন, ২৪ এপ্রিল একজন, ২৫ এপ্রিল দুইজন, ২৬ এপ্রিল সাতজন, ২৭ এপ্রিল নয়জন, ২৮ এপ্রিল তিনজন, ২৯ এপ্রিল চারজন, ৩০ এপ্রিল একজন ও ১ মে তিনজন করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গতকাল রবিবার (২ মে) তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট