চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রমজানে রেস্টুরেন্টে বসে ইফতার করা যাবে না : সিএমপি

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২০ | ৮:০৮ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পবিত্র রমজানে নগরবাসীকে করোনা সংক্রমণ মুক্ত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কতৃক বিশেষ নির্দেশনা জারি করেছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিএমপির পক্ষ থেকে এই  নির্দেশনা জারি  করা হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক ।

তিনি বলেন সবাইকে নিম্মোক্ত নির্দেশনা  মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে দেশ ও জাতির স্বার্থে উপরিউক্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্দেশনা অমান্য করা হলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১। ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না।
২। রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে।
৩। সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রয় করা যাবে না।
৪। রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি, আয়োজন বা বিক্রয় করা যাবে না।
৫। কোথাও কোন ইফতার পার্টির আয়োজন করা যাবে না।
৬। সিএমপি’র অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।

পূর্বকোণ -আরজি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট