চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার ও টেকনাফে আরো দুজনের করোনা শনাক্ত

কক্সবাজার সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ

কক্সবাজার জেলায় নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকায় এবং আক্রান্ত অপরজন টেকনাফ উপজেলার বাসিন্দা। এ নিয়ে কক্সবাজার জেলায় ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হল।

নতুন শনাক্ত হওয়া দুজনের মধ্যে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার আবু ছিদ্দিক প্রাথমিক বিদ্যালয়ের কাছের আবু ছৈয়দের ছেলে শাহআলম। তিনি গত ১৮ এপ্রিল কৌশলে ঢাকা থেকে কক্সবাজার আসেন। টেকনাফে শনাক্ত হওয়া নুরুল আলম (২২) টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা।আজ শুক্রবার (২৪ এপ্রিল) ৭২ জন সন্দেহভাজন রোগীর টেষ্টে দুইজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। গত ২৪ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৮৬ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। করোনা পজিটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার জেলার ৭ জন ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একজন। এরা প্রত্যেকেই জেলার বাইরে থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশ এসেছেন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট