চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ চিকিৎসকসহ চমেকের ল্যাবে ২৪ ঘণ্টায় ১০১ জন করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও এক করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪০ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে স্বাস্থ্য দপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তকৃতদের মধ্যে চট্টগ্রামের ১০ মাস বয়সী এক শিশু রয়েছে। তার বাড়ি চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারার ৩ নম্বর ওয়ার্ডে। শনাক্ত হওয়ার অপর তিনজন বান্দরবান জেলার। তারা হলেন- থানছি উপজেলার ৩৫ বছর বয়সী এক যুবক, একই উপজেলার ২৫ বছর বয়সী এক পাহাড়ি বাসিন্দা ও লামা উপজেলার মারাখোলার মুসলিমপাড়ার ৩২ বছর বয়সী এক নারী।

প্রসঙ্গতঃ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। তিনি নগরীর দামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন ও ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন ও ১৮ এপ্রিল একজন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ গত রবিবার (১৯ জন) চারজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট