চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে দু্ই লবণ মিলসহ ৬ দোকানিকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ

শ্রমিকদের জন্য নির্দেশিত সামাজিক দুরত্ব মেনে না চলায় এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করায় কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে দুইটি লবণ মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজ চালানোয় লিংক রোডে একজনকে এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ঈদগাহ, চৌফলদন্ডী এবং খুরুশকুলে ছয় দোকানদারকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তারের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট এক লাখ ১৬ হাজার অর্থদণ্ড দেয়া হয়।

শাহরিয়ার মুক্তার বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বারবার সচেতন করা হচ্ছে সকলকে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতন কার্যক্রম ও মনিটরিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় লোক সমাগম না করতে। কিন্তু অনেকেই তা মানছে না। এমনকি অনেক সচেতন ব্যক্তিও গুরুত্ব দিচ্ছে না প্রশাসনের নির্দেশনাকে। এমন অভিযোগে সদরের ইসলামপুর এলাকায় লবণ মিলে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি লবণ মিলে সামাজিক দুরত্ব ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই শ্রমিক দিয়ে কাজ করানোর বিষয়টি দেখা যায়। এস ময় দুটি লবণ মিল মালিককে পৃথকভাবে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে নির্দেশনা না মানার কারণে লিংক রোডে একজনকে, ঈদগাহ, চৌফলদন্ডী এবং খুরুশকুলে ছয় দোকানদারকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট