চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২০ | ১১:২৪ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা, বায়েজিদ, খুলশী, বাকলিয়া চকবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। দিনব্যাপী এই অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত, বাজার মনিটরিং, দোকান খোলা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৬১ মামলায় ১ লাখ ২ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বাড়ির নির্মাণকাজ বন্ধ, আড্ডা বন্ধ, টিসিবির পণ্য (খাদ্য সামগ্রী) বিক্রয় মনিটরিংসহ সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান চালায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নগরীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন দোকান, প্রতিষ্ঠান, ব্যক্তিকে ৬১ মামলায় ১ লাখ ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট