চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১০ চিকিৎসকসহ চমেকের ল্যাবে ২৪ ঘণ্টায় ১০১ জন করোনা শনাক্ত

কক্সবাজারে নারায়ণগঞ্জফেরত চারজন করোনা শনাক্ত

কক্সবাজার সংবাদদাতা

১৯ এপ্রিল, ২০২০ | ৯:২১ অপরাহ্ণ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৩জন রোগীর করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মধ্য চারজনের করোনা ‘পজিটিভ’ এসেছে। আজ রবিববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় প্রাপ্ত ফলাফলে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে তিনজন মহেশখালীর এবং একজন টেকনাফের বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত চারজনেই নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির একজনসহ পাঁচজনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি-আরাফাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট