চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে কাভার্ড ভ্যানের সিটবক্স থেকে ইয়াবা উদ্ধার, চালক ও হেলপার আটক

কক্সবাজার সংবাদদাতা

১৯ এপ্রিল, ২০২০ | ৩:৪০ অপরাহ্ণ

কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারকারকালে দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্টে তাদের আটক করা হয়। তাদের চালিত ওই কাভার্ড ভ্যান থেকে ৩৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ বার্তায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মালামাল পরিবহণকারী একটি কাভার্ড ভ্যান টেকনাফ থেকে আসছিলো। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্টে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে ওই ভ্যানটি তল্লাশী করে ওই ভ্যানের সীট বক্সের নিচে সিলিংয়ের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ইয়াবা উদ্ধারের ঘটনায় ভ্যানের চালক গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া এলাকার হাছেন উদ্দীনের পুত্র মো. ইমসাঈল (৩২) ও তার সহযোগী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. রশীদের পুত্র মো. ইকবালকে (২৯) আটক করা হয়েছে। আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভ্যানটি তল্লাশী করতে চাইলে চালক ও সহযোগী পালানোর চেষ্টা করে। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তারা স্বীকারোক্তি দিয়েছে মালামাল পরিবহণের আড়ালে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা পাচার করেছে। আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট