চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আইসোলশনে থাকা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২০ | ২:১৮ অপরাহ্ণ

নমুনা পরীক্ষার ফল আসার আগেই করোনার লক্ষণ নিয়ে চট্টগ্রামে মারা গেলেন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। তিনি চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকার বাসিন্দা। ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে ছিলেন ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। তিনি জানান, গতকাল (১৮ এপ্রিল) বিকেলে রোগী ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা। এ সময় তিনি আরো জানান; রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ রয়েছে। তবে অন্য কোনো রোগ ছিল না।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে  তিনি করোনা রোগী কিনা তা জানা যাবে বলেও জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট