চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা আক্রান্তের বাড়ি পতেঙ্গা নয়, মিরসরাইয়ে

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২০ | ১২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া করোনা রোগীর ঠিকানায় পতেঙ্গা থাকলেও তিনি পতেঙ্গার নন। তিনি মিরসরাই উপজেলার ১২নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টায় চট্টগ্রামে নতুন একজন করোনা রোগী শনাক্তের ঘোষণা দেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির। ঘোষণায় বিএনএস পতেঙ্গা এলাকায় ওই রোগীর বাসস্থান উল্লেখ করা হয়। সেখানে গিয়ে তাকে পাওয়া যায় নি।

আজ রবিবার (১৯ এপ্রিল) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ২৫ বছরের করোনা আক্রান্ত ওই নারী একজন গৃহিণী। বর্তমানে তিনি চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। তার স্বামী একজন সেনাসদস্য, যিনি বর্তমানে কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে রয়েছেন।

আক্রান্ত রোগীর পরিবার সূত্রে জানা যায়, মিরসরাইয়ের ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা তুলে আসার পর ওই নারীর পেটের ব্যথা শুরু হয়। এরপর গত বুধবার (১৫ এপ্রিল) তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন এবং গতরাতে তার দেহে করোনা শনাক্ত হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট