চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিএমপি’র উদ্যোগে সাড়ে ৩শ’ সংবাদপত্র হকার পেলেন খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২০ | ৯:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে কেএসআরএম’র সহায়তায় আয়োজিত সংবাদপত্রের হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নগরীর লাভলেনের একটি কমিউনিটি সেন্টারে আজ শনিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম নগরীতে করোনার কারণে অস্বচ্ছল সাড়ে তিনশ হকারের প্রতি পরিবারকে চাল, আলু, লবণ, সয়াবিন তেল, ডাল, রসুনসহ সর্বমোট ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে। প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে এসব সামগ্রী বিতরণ করা হবে। সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম মেহেদী হাসান হকার সমিতি নেতৃবৃন্দের কাছে এসব সামগ্রী আনুষ্ঠানিক হস্তান্তর করেন।

এ সময় সেখানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএমের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট