চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পঁচা মাংস বিক্রির দায়ে দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২০ | ১০:৫৭ অপরাহ্ণ

করোনারভাইরাসের বিস্তারের কারণে চাপা আতঙ্ক কাজ করছে মানুষের মাঝে। এরমধ্যেই নগরীর হিলভিউ আবাসিক এলাকায় পঁচা মাংস বিক্রয় করছে দোকানি এমন অভিযোগ পেয়ে অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গিয়ে এর সত্যতা মিল পাওয়ায় ওই দোকানিকে গুণতে হয়েছে জরিমানা। একইসাথে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় কঠোর হুঁশিয়ারিও দেয়া হয়েছে ওই দোকানিকে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মাহফুজা জেরিন বলেন, নগরীর বায়েজিদের হিলভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোড এলাকায় এক দোকানি গরুর পচা মাংস বিক্রি করছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গরুর মাংস বিক্রয়কারী ওই দোকানি থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় ও সরকারি নির্দেশ অমান্য করায় হুঁশিয়ারি করা হয় বলেও জানান তিনি।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট