চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে বজ্রপাতে মহিলার মৃত্যু

মানিকছড়ি সংবাদদাতা

১৭ এপ্রিল, ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গভামারা এলাকায় বজ্রপাতে খোদেলা আক্তার(৩৫) নামের এক পাড়া কর্মীর মৃত্যু হয়। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘টেকসই সামাজিক উন্নয়ন সেবা’ প্রকল্পের আওতায় স্কুল ‘ উত্তর গভামারা পাড়া কেন্দ্রে ’ পাড়া কর্মী ছিলেন।

মৃত খোদেজা আক্তারের স্বামী নূর মোহাম্মদ জানান,  আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বাতাস ও বৃষ্টি শুরু হলে  খোদেজা আক্তার তার গোয়াল ঘরে গরু বাধার সময় বর্জপাতে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন গভামারা এলাকায় বজ্রপাতে খোদেলা আক্তার নামের এক মহিলার  মৃত্যুর খবর জেনেছি।

পূর্বকোণ-আরপি/*

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট