চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় নুরুন্নবী বাহিনীর প্রধানসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়া সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২০ | ১১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী নুরুন্নবী বাহিনীর প্রধানসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় অস্ত্র, কার্তুজ উদ্ধার করা হয়

উখিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকালে উখিয়ার মরিচ্যা পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লাশি সময় তিন ব্যক্তি হেঁটে যাওয়ার সময় তাদের তল্লাশি করা হয়। এ সময় তারা রোহিঙ্গা বলে স্বীকার করে ও তাদের কাছ থেকে আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নয়াপাড়া মুছনি ক্যাম্পে অভিযান চালিয়ে নুরুন্নবীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, গুলি, ধারালো কিরিচসহ আরো দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে পুলিশ।

আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা হচ্ছে- নুরুন্নবী বাহিনীর প্রধান নুরুন্নবী  (২৩), মোহাম্মদ হারুন(৩৫), শফি আলম (২১), কামাল হোসেন প্রকাশ ফাহিম(২২) ও রফিক(২৩)।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া -টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ঘটনার নিশ্চিত করে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট