চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
আবুধাবিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রামে আরো এক করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২০ | ১০:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়ার বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৩ জনে। ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, বিআইটিআইডিতে আজ ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত মোট জনের নমুনা ১১২৫ পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের একজন চট্টগ্রামের ও অপর ১৮ জন বৃহত্তর নোয়াখালীর বলেও জানান তিনি।

প্রসঙ্গতঃ নগরীর দামপাড়ায় সর্বপ্রথম ৩ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। পরে ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন ও ১৪ এপ্রিল ১১ জন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ গতকাল বুধবার (১৫ এপ্রিল) পাঁচজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জন রোগী মারা গেছেন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট