চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিবন্ধী শিশু কুড়িয়ে পেল পুলিশ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ

নগরীর মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিক কোম্পানির অফিসের সামনে থেকে অজ্ঞাত একটি শিশু কুড়িয়ে পেয়েছেন পাঁচলাইশ থানা পুলিশের ‍উপ-পরিদর্শক (এসআই) রিতেন কুমার সাহা। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত এই শিশুটিকে পাওয়া যায়। আহত অবস্থায় কুড়িয়ে পাওয়া এই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর বেডে ভর্তি করানো হয়।

জানা যায়, কুড়িয়ে পাওয়া মেয়ে শিশুটি একজন প্রতিবন্ধী। বয়স আনুমানিক দেড় বছর। নাকে ও বাম হাতে পোড়া দাগের চিহ্ন রয়েছে। পা দুটো দুর্বল।এমনটাই জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক রিতেন কুমার সাহা। এই শিশুর চিকিৎসার ও খাবার ব্যবস্থা করছেন তিনি। শিশুটি এখন সুস্থ আছে। শিশুটির সন্ধানপ্রার্থী ও তার অভিভাবকের খোঁজ পেলে পাঁচলাইশ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধও জানান তিনি।

 

 

পূর্বকোণ/আরপি-ইমরান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট