চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে তাবলীগ ফেরত একজনের করোনাভাইরাস ‘পজিটিভ’

কক্সবাজার সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৪১ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাসের নমুনা টেষ্ট করা হয়েছে।

এদের মধ্যে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একজনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে। তিনি তাবলীগ ফেরত বলে জানা গেছে। তবে অন্য ৪০ জনের রিপোর্ট বরাবরের মতোই ‘নেগেটিভ’। ইতোপূর্ব ‘ক্রসচেক’ করতে চট্টগ্রামে পাঠানো ৮টি নমুনারও ফলাফল ‘নেগেটিভ’ পাওয়া গিয়েছিল।

সূত্রমতে, তাবলীগফেরত ওই ব্যক্তির সাথে আরো ৫ জন ছিলেন। তাদেরও করোনা টেষ্ট করা হয়েছে।বৃহস্পতিবার করা টেষ্টে ওই ৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিলিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।

এ নিয়ে গত ১৬ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৯৬ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট হয়েছে। যাদের মধ্যে বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির একজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট