চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দ্যা বাস্কেটে ক্রেতাদের জন্য ৩ স্তরের সুরক্ষা ব্যবস্থা

বিজ্ঞপ্তি

১৫ এপ্রিল, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশি এলাকার সুপার শপ ‘দ্যা বাস্কেট’ ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করে চালু করেছে তিনস্তরের সুরক্ষা ব্যবস্থা। এ কার্যক্রমে ক্রেতাদের আলাদা আলাদা স্যানিটাইজের পাশাপাশি বিপণী কেন্দ্রের প্রায় ১০ হাজার ফুট মেঝে চলছে ‘রাউন্ড দ্য ক্লক‘ জীবাণুমুক্ত ও পরিচ্ছন্নতার কাজ।

লকডাউন ও ৭৪ কর্মীর কোয়ারেন্টাইন শেষে গত রবিবার (১২ এপ্রিল) চালু হয় চট্টগ্রামের অভিজাত এই সুপার শপ। প্রথমদিন থেকে জীবাণুমুক্ত করতে গ্রহণ করা হয়েছে বাড়তি সতর্কতা। তিনস্তরের জীবাণুমুক্ত কার্যক্রমে প্রথমে পার্কিং জোনে ছিটানো হয় জীবাণুনাশক মিশ্রণ। দ্বিতীয় পর্যায়ে প্রধান ফটকে থার্মাল স্ক্যানের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ, প্রত্যেককে আলাদাভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে। তৃতীয় ধাপে ক্রেতারা ভেতরে ঢুকে পাবেন জীবাণুমুক্ত আলাদা ট্রলি। প্রয়োজনমত গ্লাভসও সরবরাহ করা হচ্ছে। ক্রেতাদের বিদায়ের পর প্রতিটি ট্রলিই জীবাণুমুক্ত করে নির্দিষ্ট বিরতির পর আবার নতুন ক্রেতার কাছে দেয়া হয়।

দ্যা বাস্কেটের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, প্রায় ১০ হাজার বর্গফুটের ফ্লোরে নিয়মিত জীবাণুমুক্ত করার কাজে কর্মীর সংখ্যা ৪০ % বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ শুরুর পর মার্চের শুরু থেকে আামরা হ্যান্ড সেনিটাইজারের মাধ্যমে ক্রেতাদের ভেতরে প্রবেশের ব্যবস্থা করেছিলাম। বর্তমান পরিস্থিেিত সতর্কতা আরো বাড়ানো হয়েছে। ভেতরে শারীরিক দূরত্বের বিষয়টি গুরত্ব দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন বলেন, কর্মীদের সুরক্ষার বিষয়টিও আমরা প্রাধান্য দিচ্ছি। প্রত্যেকের জন্য পিপিই ছাড়া গ্লাভস, ক্যাপ সরবরাহ করা হয়েছে।

চট্টগ্রামে গত ৩ এপ্রিল প্রথম করোনা রোগী সনাক্তের দুদিন পর ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ধরা পড়ে। সে বাস্কেটের টয়লেট্রিজ বিভাগের কর্মী ছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।-বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট