চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনা আইসোলেশন ইউনিটে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২০ | ১০:২৪ অপরাহ্ণ

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মুন্নি বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত তিনদিন আগে শ্বাসকষ্টসহ বিভিন্ন অসুস্থতা নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন গার্মেন্টস কর্মী মুন্নি। তার নিজ বাড়ি রাজধানী ঢাকায় হলেও তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বসাবস করতেন। তার স্বামী রিকশা চালক।

মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি পূর্বকোণকে বলেন, ‘গার্মেন্টস কর্মী ২৫ বছর বয়সী এক নারী মৃত্যু হয়। বুধবার সকালেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলেই বলা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে এই নারীর শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস ও জন্ডিস ছিল বলে জানা গেছে।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট