চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দ্রুত শিল্পায়নে সম্পদ ও প্রযুক্তি সহায়তা প্রয়োজন : শিল্পমন্ত্রী

২৭ এপ্রিল, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, দ্রুত শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে প্রচুর সম্পদ ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। তিনি বলেন, চীন এক্ষেত্রে তাদের সহায়তা সম্প্রসারণ করতে পারে। কারণ চীন ইতোমধ্যে বাংলাদেশে বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দ্বিতীয় বেল্ট এন্ড রোড ফোরাম উপলক্ষে চীন সফররত শিল্পমন্ত্রী গত বৃহস্পতিবার ‘ব্যাপক পরামর্শ, যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বের মাধ্যমে সুফল ভোগের জন্য নীতি সহায়তা ও সম্মিলিত প্রয়াস জোরদারকরণ’- শীর্ষক থিমেটিক সেশনে বক্তৃতাকালে এ কথা বলেন।
বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারের (সিএনসিসি) মাল্টিফাংশানাল হলে এ সেশন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়াংয়ের সঞ্চালনায় থিমেটিক সেশনে বিভিন্ন দেশের মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এ সময় গণচীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট