চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ১২ বসতঘর পুড়ে ছাই, ৮০ লাখ টাকার ক্ষতি

আনোয়ারা সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২০ | ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ১২টি বসতঘর পুড়ে গেছে। এতে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্যম শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যম শিলাইগড়া গ্রামে মাস্টার কাসেমের বাড়িতে এ আগুন লাগে। আগুনে আবু হানিফ, আবু তৈয়ব, আবদুর নুর, আহমদ নুর, মোহাম্মদ নুর মাস্টার, আবুল হোসেন, নাসির উদ্দীন, নাজিম উদ্দীন, আবদুল আলিম, আবদুর গফুর, আবদুল মাবুদ ও খোকনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুর্তিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, আগুনের লেলিহান শিখার কারণে কোন কিছুই বের করা সম্ভব হয়নি। তাৎক্ষনিক উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল ঘটনাস্থল পরিদর্শন  করে বলেন, আগুনে পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক পরিবার খুবই অসহায়। তারা মানবেতর জীবনযাপন  করছেন।
পূর্বকোণ/আরপি-আনোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট