চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কনটেইনার জট কমাতে চট্টগ্রাম বন্দরের সাত দফা সুপারিশ

অনলাইন ডেস্ক

১৪ এপ্রিল, ২০২০ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সাত দফা সুপারিশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দর সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি হেল্পসেন্টার খোলারও সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কোভিড-১৯ পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কনটেইনার জট নিরসনের মাধ্যমে পণ্য সরবরাহ পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় এ সুপারিশ ও হেল্প সেন্টার খোলার সিদ্ধান্ত হয়।

এতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. ফখরুল আলম, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী, বন্দরের পরিচালক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, বার্থ অপারেটর এসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী, বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ, বিকেএমইএর শওকত ওসমান, বাফার পরিচালক খায়রুল আলম সুজন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের বন্দর সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, পরমাণু শক্তি কমিশনের ড. শাহাদাত হোসেন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ পরিচালক আসাদুজ্জামান বুলবুল, বিএসটিআই পরিচালক মো. সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাত দফা এই সুপারিশের মধ্যে রয়েছে, কাস্টমস কর্তৃক সকল ধরনের পণ্য ছাড় করা অতি জরুরি, ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ স্বাভাবিক নিয়মে খোলা রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের জরুরি প্রজ্ঞাপন জারি, আমদানিপণ্য সংরক্ষণের লক্ষ্যে ওয়ারহাউস খোলা রাখার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রদান, বন্দরমুখী ও বন্দর ছেড়ে যাওয়া সবধরণের যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত, বিস্ফোরক অধিদপ্তরের কার্যক্রম স্বাভাবিক রাখা ইত্যাদি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট