চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কালোবাজারে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রি, ছাত্রলীগ নেতাসহ দুইজনের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ

কালোবাজারে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রির দায়ে বান্দরবানে ছাত্রলীগ এক নেতাসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বান্দরবানের রুমা উপজেলা বাজারে এ ঘটনা ঘটে। কারাদণ্ডাদেশপ্রাপ্তদের একজন রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চালের ডিলার রাজিব শিকদারকে ও ব্যবসায়ী শাহনেওয়াজ। তাদেরকে যথাক্রমে এক মাস ও ১০ দিনের কারাদণ্ডের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।

পুলিশ ও স্থানীয়রা জানান গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজারের ব্যবসায়ী শাহনেওয়াজের দোকানে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি মূল্যের ছয় বস্তা চাল উদ্ধার করে। ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ডিলার রাজীব শিকদারকে এক মাসের ও ব্যবসায়ী শাহনেওয়াজকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করে।

করোনাভাইরাসের সংকট মুহূর্তে এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন রুমা বাজারের স্থানীয়রা। অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

পূর্বকোণ/আরপি-মিনার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট