চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফিরিঙ্গিবাজারে করোনা আক্রান্ত ব্যক্তির কর্মচারীর বাড়ি লকডাউন

১১ এপ্রিল, ২০২০ | ৮:৩৮ অপরাহ্ণ

ফিরিঙ্গিবাজারে করোনা আক্রান্ত ব্যক্তির কর্মচারীর বাড়ি লকডাউন চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে করোনা আক্রান্ত ব্যক্তির দুই কর্মচারীর ফটিকছড়ির গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) উপজেলার নানুপুর ও পাইন্দং ইউনিয়নে এ দুইজনের বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেয় উপজেলা প্রশাসন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল আরেফিন জানান, ‘ফিরিঙ্গিবাজারে করোনা আক্রান্ত ব্যক্তির দুই কর্মচারীর গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে । দুই বাড়ির সদস্যদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’ শুক্রবার (১০ এপ্রিল) নগরের ফিরিঙ্গি বাজার এলাকার ৫০ বছর বয়সী একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর এলাকায়। তিনি নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় নিজস্ব ভবনে বাস করতেন। পেশায় ব্যবসায়ী হওয়ায় তার দোকানে চাকুরী করতেন এই দুই কর্মচারী। উল্লেখ্য আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর পযর্ন্ত চট্টগ্রামে সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট