চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রামুতে অবৈধ করাত কল উচ্ছেদ

কক্সবাজার সংবাদদাতা

১১ এপ্রিল, ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের রামু রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুলে আনোয়ারের মালিকানাধীন অবৈধ সমিল (করাত কল) উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২ টায় উচ্ছেদ করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

এ সময় রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এম আতা ই এলাহী, রামু থানার এএসআই সজিব বড়ুয়া ও সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এমন আতা ই এলাহী জানিয়েছেন, ২ মাস পূর্বে অবৈধভাবে এ করাত কলটি স্থাপন করা হয়। এটি বৈধতার কোন কাগজপত্র ছিলো না। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ করাত কলটি উচ্ছেদ করা হয়েছে।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে রামু বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ করাত কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট