চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

লকডাউন না মেনে চকরিয়া আসায় জরিমানা

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা  

১১ এপ্রিল, ২০২০ | ৪:৪১ অপরাহ্ণ

কক্সবাজার জেলাকে লকডাউন করা হয়েছে গত ৮ এপ্রিল থেকে। এরপর থেকে জেলায় পণ্যবাহী ও জরুরী সেবা ব্যতিত সবধরণের যানবাহন ও মানুষের আসা-যাওয়া মুলত নিষিদ্ধ হয়ে যায়।

কিন্তু প্রশাসনের কথা অমান্য করে ঢাকা থেকে চকরিয়ায় প্রবেশ করায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এসময় বেশ কয়েকজনের কাছ থেকে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অনেককে হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সরকারের আদেশ অমান্য করে ঢাকা থেকে এম্বুলেন্স করে চকরিয়ায় আসা কাহারিয়াঘোনা এবং করাইঘোনার বেশ কয়েকজনের কাছ থেকে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় তাদের ১৪দিন কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। তারা মূলত রোগী সেজে এম্বুলেন্সে করে চকরিয়ায় আসে।

তিনি আরো বলেন, ঢাকা বা বাহির থেকে কোন লোক আসলে প্রশাসনকে সাথে সাথে জানানোর অনুরোধ করেন। প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট