চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে ১৩৭ জনের নমুনায় করোনা মেলেনি

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

কক্সবাজার মেডিক্যাল কলেজর ল্যাবে গত ১০ দিনে ১৩৭ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট হয়েছে। যাদের প্রত্যেকেরই করোনা রিপোর্ট ছিল নেগেটিভ। ১০ দিনের পরীক্ষায় একজনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আজ শুক্রবার (১০ এপ্রিল) কক্সবাজার মেডিক্যাল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের ফ্লু সেন্টারগুলো থেকে ৩৭ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর ওই সব নমুনা সকাল থেকে দুপুরের মধ্যে টেষ্ট করা হয়েছে। এর আগেও ১০ দিনে আরও ১০০ জনের টেস্ট করা হলেও  ১৩৭ জনের প্রত্যেকটি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। কক্সবাজার ল্যাবে প্রতিদিন ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষার সুযোগ থাকলেও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ নমুনা আসছে না।

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট