চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের কঠোর ব্যবস্থা

বান্দরবানে ৩১ জনের নমুনায় করোনার লক্ষণ পাওয়া যায়নি

বান্দরবান প্রতিনিধি

৯ এপ্রিল, ২০২০ | ২:১১ অপরাহ্ণ

বান্দরবান থেকে এ পর্যন্ত ৪১ জনের নমুনা চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানো হলেও তার মধ্যে ৩১ জনের শরীরে কোন করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলাটির সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা। তিনি আরো জানান, তবে ১০ জনের পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। এ পর্যন্ত ১৮৩ জনকে হোম কয়ারান্টাইনে ও ১২ জনকে হাসপাতালে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলেও জানান সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা ।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বান্দরবানে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুরো বান্দরবানই এখন লক ডাউন করে দেয়া হয়েছে। জেলা শহরের দুটি প্রবেশপথ বান্দরবান কেরানীরহাট সড়ক ও বান্দরবান রাঙ্গামাটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

জরুরী প্রয়োজনে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন বান্দরবানে ঢুকতে দেয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও নিয়ম না মানায় জরিমানা করা হচ্ছে লোকজনদের। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় টহল পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। শহরের সাপ্তাহিক হাট-বাজারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট