চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২০ | ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে চার বসতঘর। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পারুয়া সংলগ্ন মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তারুকদার।
তিনি বলেন, পারুয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় বৈদ্যুিতক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়ে চিত্ত সেন, মিলন সেন, চন্দন সেন ও রতন সেনসহ চার জনের চারটি কাঁচা বসতঘর পুড়ে যায়। এ সময় রতন সেনের ডান হাতের কিছু আংশ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়া হয়।
ভুক্তভোগী মিলন সেনের ছেলে সুমন সেন জানান, আগুনে তার ও তার বাবা মিলন সেনের প্রায় ৭০ হাজার নগদ টাকা পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনর্চাজ লিটন হাওলাদার জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম জানান, আগুন লাগার ঘটনায় চার বসতঘর, ঘরের আসবাবপত্র ও এক পরিবারের নগদ ৭০ হাজার টাকাসহ মোট ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
পূর্বকোণ/আরপি-জিগার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট