চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে এক হাজার পরিবারকে ত্রাণ দিবে ময়মনসিংহ সমিতি

৮ এপ্রিল, ২০২০ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর এক হাজার দুস্থ পরিবারকে ত্রাণ দিবে বৃহত্তর ময়মনসিংহ সমিতি। আজ বুধবার (৮ এপ্রিল ) নগরীর দামপাড়া পুলিশ লাইনের জনক চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি-চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম নগরীতে করোনা প্রাদুর্ভাবের কারণে কষ্টে থাকা এক হাজার নিম্ন আয়ের পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি লবন, আধা লিটার সয়াবিন তেলসহ মোট আট কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বৃহত্তর ময়মনসিংহ সমিতি-চট্টগ্রামের মহাসচিব মো. ওবায়দুল হক আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক  দীপক কুমার দত্তসহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ । বিজ্ঞপ্তি.

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট