চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

এক কারে আট যাত্রী, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ এপ্রিল, ২০২০ | ১১:৩৫ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার যখন সামাজিক দূরত্বকে গুরুত্বের সাথে দেখছে ঠিক তখনই চট্টগ্রামে তার উল্টো চিত্র দেখা গেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর জাকির হোসেন সড়কে দায়িত্ব পালনের সময় প্রাইভেট কারটিকে আটকে দেয় পুলিশ। পরে দেখা যায় প্রাইভেট কারটিতে গাদাগাদি করে যাচ্ছিলেন একটি সুপার শপের আট কর্মী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই প্রাইভেট কারটিতে কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় না রেখে বিপদজনকভাবে সাতজন ওই সুপার শপের নারী কর্মী বাসায় ফিরছিলেন। চালকসহ মোট আটজন ওই গাড়িতে ছিলেন। পরে ওই সুপার শপের পরিচালক স্বপন দাশকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

তৌহিদুল ইসলাম বলেন, স্বপন দাশ পুরো ঘটনায় তাদের কর্তৃপক্ষের দোষ স্বীকার করেন। পরে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযান দল নগরীর জিইসি মোড় এলাকায় সামাজিক দূরত্ব না মেনে ক্রেতা সমাগম ঘটিয়ে পণ্য বিক্রি করছিল কামাল স্টোর নামের একটি দোকান। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট