চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কালুরঘাটে দুই ইটভাটায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ

পৌরসভার কালুরঘাট এলাকার মেসার্স মুন ব্রিকস ও কর্ণফুলী ব্রিকসকে আইন অমান্য করে চালু রাখায় বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং একইসাথে দুই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৮ বীর ব্যাটেলিয়নের ক্যাপ্টেন মুবিনসহ সেনা ও থানা পুলিশের সদস্যরা।

আদালত সূত্র জানায়, সরকারের সাধারণ ছুটি ঘোষণা অমান্য করে ইটভাটা দুইটি চালু রাখে মালিকপক্ষ। এ দুইটিতে প্রায় ২০০ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কাজ চালিয়ে আসছিল। এসময় শ্রমিকদের ডেকে মাস্ক বিতরণ করে আদালত। এছাড়াও শ্রমিকদের ছুটি দেওয়ার পূর্বে পাওনা পরিশোধে কড়া নির্দেশ দেয়া হয় এবং শ্রমিকরা নিজ এলাকায় ফিরে যেতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট