চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৭ এপ্রিল, ২০২০ | ৬:০০ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (৩৪) গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামি মো. রুবেল বাকলিয়া থানাধীন তুলাতলী আব্দুল নূর কলোনির মো. কামালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মো. রুবেল ২০০৮ সালে বোয়ালখালী থানায় দায়ের হওয়া সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ হত্যা মামলা অভিযুক্ত আসামি। ২০১৫ সালে আদালত এ মামলায় রুবেলসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মামলায় জামিনে গিয়ে রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন রুবেল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, ‘২০০৮ সালে বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট