চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৩হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

বিজ্ঞপ্তি

৬ এপ্রিল, ২০২০ | ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ৩ হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগ্রাবাদ এক্সেস রোডে একটি কনভেনশন সেন্টারে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুল ইসলাম আজিজ।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর আওয়ামী লীগ নেতা মো. হোসেন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, কাউন্সিলর আফরোজা কালাম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, উপ সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, সহ সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্ত প্রমুখ।

এসময় উপমন্ত্রী নওফেল করোনা মোকাবেলায় সবাই ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য সচেতনতা ও সতর্কতায় একমাত্র করোনা রোধ করা সম্ভব। পরে তিনি হতদরিদ্র কয়েক পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। -বিজ্ঞপ্তি

 

 

পূর্বকোণ/আইএইচআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট