চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সন্দ্বীপ সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২০ | ১১:২২ অপরাহ্ণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সন্দ্বীপের বিভিন্ন হাটবাজারে সরকারি ঘোষণা অনুযায়ী দোকানপাট বন্ধ ও লকডাউন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার সেনের হাট ও শিবের হাটে তিনটি দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুনের নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে এই আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সরকারি ঘোষণা অমান্য করে দোকান খোলা রাখায় তিন দোকানে ২৮ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি দক্ষিণ সন্দ্বীপের বিভিন্ন হাটবাজারে রাস্তায় থাকা লোকজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আগামীকাল থেকে ওষুধের দোকান ছাড়া কাঁচামাল ও মুদি দোকানগুলো বিকেল ৫টার পর বন্ধ রাখার জন্যও হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন বাস্তবায়ন করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরপি-নরোত্তম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট