চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে সুপারশপ লকডাউন, কর্মরত মালিক-কমর্চারীসহ হোম কোয়ারেন্টাইনে ৭৪

অনলাইন ডেস্ক

৬ এপ্রিল, ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত বৃদ্ধের ছেলেও ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় নগরীর খুলশীতে ওই যুবকের কর্মস্থল ‘দি বাস্কেট’ নামের একটি সুপারশপ লকডাউন করেছে প্রশাসন। এছাড়া ওই সুপারশপে কর্মরত মালিক, কমর্চারীসহ ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামে প্রথম করোনাভোইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তির ছেলের নমুনা পরীক্ষা করে তা পজেটিভ এসেছে। ২৫ বছর বয়সী ওই যুবক একটি ‘দি বাস্কেট’ সুপারশপে কাজ করতেন। স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসন ইতোমধ্যেই ওই সুপারশপ লকডাউন করে দিয়েছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানে কাজ করেন এমন ৭৪ জনের একটি তালিকা সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) থেকে আমরা পেয়েছি, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট