চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীতে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক

৬ এপ্রিল, ২০২০ | ১:৩৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীতে সন্ধ্যার পর থেকে  পরদিন সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রবিবার (৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানান, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় আড্ডা বসছে। অলিতিগলিতে জনসমাগম হচ্ছে। যার কারণে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা ওবাড়ছে। এ অবস্থায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত নগরীতে দোকানপাট বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে।। তবে এ সময় ওষুধের দোকান খোলা থাকবে।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর সেই ছুটি বাড়িয়ে রবিবার সেটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

 

পূর্বকোণ/পিআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট