চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিএমপিতে একযোগে ১২ এসআই রদবদল

ফোনে চিকিৎসকদের বিরক্ত করলে ব্যবস্থা : সিএমপি

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল, ২০২০ | ১০:৪৬ অপরাহ্ণ

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চট্টগ্রামের রোগীদের ভেবে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন অনেক চিকিৎসক।  সেসব চিকিৎসকদের ফোনে কেউ অনৈতিক ও অশোভন  আচরণ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সর্তক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ রবিবার ( ৫ এপ্রিল) নগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দীক জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসাধারণকে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে সহজ উপায়ে টেলিমেডিসিন সেবা পাচ্ছেন। চিকিৎসকের এই উদ্যোগটি জনগণের জন্য আশীর্বাদস্বরূপ। দুঃখের বিষয় টেলিমেডিসিন সেবাদানকারী চিকিৎসকদের হটলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কল সেন্টারের নম্বরে ফোন করে কিছু ব্যক্তি অনৈতিক ও অশোভন আচরণ করে বিরক্ত কিংবা বিব্রত করে থাকেন।

কোন চিকিৎসক এ ধরনের ঘটনার সম্মুখীন হলে তাদের সিএমপি’র হটলাইন ০১৪০০৪০০৪০০, ০১৮৮০৮০৮০৮০ তে কিংবা সংশ্লিষ্ট থানার ওসিদের ফোন করে জানাতে নগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট